সারদায় এসআইদের সমাপনী কুচকাওয়াজ আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪২ AM
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন সারদা পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা। তিনি বলেন, বুধবার (১৫ জানুয়ারি) প্রশিক্ষণরত ৪৮০ জন এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রশিক্ষণ শেষ করা এসআইদের আনুষ্ঠানিকভাবে ব্যাংক ব্যাজ পড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট ব্যাচে মোট ৮২১ জন এসআই প্রশিক্ষণ শুরু করলেও ‘গুরুতর অপরাধের’ কারণে ২২ জনকে এবং মাঠে ও ক্লাসে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অপরাধে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে থাকা অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের জলকামান থেকে পানি ছিটিয়ে সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।