ট্রাফিক পুলিশের কাজে সহায়তার ৬০০ জনকে নিয়োগ দেবে সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১০ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:২২ PM
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্য হিসেবে ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রস্তাবে শর্তসাপেক্ষে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তারা প্রত্যেকে প্রতিদিন ৫৬০ টাকা করে পাবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এ নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যরা আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন ৪ ঘণ্টা করে ২ শিফটে কাজ করবেন। সে হিসেবে ২৪৫ দিনে মোট খরচ হবে ৮ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।
এদিকে, গত ৭ জানুয়ারি দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রথম পর্যায়ে পুলিশ বাহিনীতে ১০০ জনকে চাকরি দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা আপাতত পুলিশে শুরু করছি। পরবর্তীতে আমরা আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব। ট্রাফিকের একটা সমস্যা রয়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা ১ হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় ৩৩৯টি পয়েন্টে ৪ হাজার ১১৫ জন ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ৪ নভেম্বর পাঠানো চিঠিতে বলা হয়েছে, শৃঙ্খলাজনিত কারণে অঙ্গীভূত আনসার সদস্যদের ব্যবহার করতে পারছে না ডিএমপি। তাই, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ১০ ধারা অনুযায়ী ৬০০ জন সহায়ক পুলিশ সদস্যের ভাতা নির্ধারণের জন্য অনুরোধ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠিটি অর্থ বিভাগ পরীক্ষা করেছে। এতে দেখা গেছে যে, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের প্রস্তাবিত দৈনিক কর্মঘন্টা অনুযায়ী প্রতি পালা অর্থাৎ চার ঘণ্টা কর্মকালের জন্য ভ্যাট/ট্যাক্সসহ ৫৬০ টাকা হারে ভাতা দেওয়ার অনুরোধ করা হয়েছিল।
সে অনুযায়ী সম্ভাব্য ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময় হিসেবে মোট ৮ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন হবে বলে পুলিশ অধিদপ্তরের চিঠিতে জানানো হয়েছে। প্রস্তাবটি পর্যালোচনার পর সার্বিক বিবেচনায় অর্থ বিভাগ ৫৬০ টাকার স্থলে ৪৫০ টাকা হারে ভাতা নির্ধারণ করে সম্মতি জ্ঞাপন করলে পুনরায় প্রশাসনিক মন্ত্রণালয় ৫৬০ টাকা হারে ভাতা নির্ধারণেরে জন্য অর্থ বিভাগে চিঠি পাঠায়।
শর্ত সাপেক্ষে নিয়োগে সায়
শুধু জরুরি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োজিত করতে হবে। সহায়ক ট্রাফিক পুলিশের জন্য ভাতা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে। সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় বহন করতে হবে। অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দিতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয়কে এসব বিষয় নিশ্চিত করতে বলেছে অর্থ মন্ত্রণালয়।