১৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৪

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
কুয়াশায় মোড়া প্রকৃতি  © সংগৃহীত

পৌষের শেষ দিন আজ। তীব্র শীতের পর গত কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়ায় স্বস্তি ফিরেছিল জনজীবনে। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এমন স্বস্তি আর থাকছে না। তাপমাত্রা কমে আবার সারা দেশে শীতের তীব্রতা বাড়তে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সেখানে মঙ্গলবারের (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার

তবে বুধবার (১৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিনের পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা আবারও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।