রয়্যাল এনফিল্ড বাইক হাতে পেতে শুরু করেছেন ক্রেতারা
বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড গত বছরের ২১ অক্টোবর ইফাদ মোটরস লিমিটেড-এর হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। এদিন ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।
রোববার (১২ জানুয়ারি) থেকে গ্রাহকদের পছন্দের মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া কথা ইফাদ মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে ২০২৩ সালে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড -এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড।
এ বছরের ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।
১২ জানুয়ারি ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করে।
জানা গেছে জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।