ছুটির দিনেও রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও (১০ জানুয়ারি) ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সকাল ৯টায় ঢাকার একিউআই স্কোর ছিল ২১৯। এতে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ । ৩৫২ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মিসরের কায়রো।
প্রসঙ্গত, আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর গুণগত মান ০ থেকে ৫০ হলে তা স্বাস্থ্যকর বা ভালো বায়ু। ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৮ গুণ বেশি।
ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।