০৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৭

বিনা খরচে বিয়ে ও হানিমুনের সুযোগ, রেজিস্ট্রেশন করুন দ্রুতই

প্রতীকী ছবি  © সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমুনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। বিয়ের পোশাক, সাজসরঞ্জাম, বিয়ের আনুষঙ্গিক খরচসহ বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথির খাবারের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি থাকবে কক্সবাজারে বিনামূল্যে হানিমুন প্যাকেজ।

আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে বসবে এই বিয়ের আসর। এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে  শুক্রবারের (১০ জানুয়ারি) মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের লিংক: https://ashfoundation.ngo/events/register/27/?

‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, 'আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অভিনব এ আয়োজন। চট্টগ্রামের বাইরের পাত্র-পাত্রীদের আসা-যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও। তবে, যাকে জীবনজীবনসঙ্গী করতে চান, তাকে পছন্দ করে নিয়ে আসার দায়িত্ব অবশ্য আপনার নিজের।'

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, 'যৌতুকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি।'

তিনি বলেন, 'এই কর্মসূচির মাধ্যমে আমরা সবার বিয়ে হয়তো সম্পাদন করতে পারব না। তবে সবাইকে অন্তত সুন্নাহ মেনে বিয়ে করার বিষয়ে উৎসাহিত করতে পারব। এটাই আমাদের লক্ষ্য।'

উল্লেখ্য, সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে।