রাতে পুড়িয়ে দেওয়া হয় অস্থায়ী আদালত, শিক্ষার্থীদের বিক্ষোভ

অস্থায়ী আদালতে আগুন
অস্থায়ী আদালতে আগুন  © টিডিসি ছবি

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসার মাঠে বিডিআর হত্যা মামলার বিচারকার্য সম্পাদনের জন্য শেখ হাসিনা সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক ঢাকা আলিয়া মাদ্রাসার খেলার মাঠকে অস্থায়ী আদালতে রূপান্তর করা হয়েছিল। তারপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে কয়েকবার এ মাঠকে দখল করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল।

এবার আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। তারা তাদের মাদ্রাসা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। একই সঙ্গে রাতেই ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা আলিয়া মাদ্রাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন। দাবি তোলেন, তাদের মাদ্রাসা মাঠ ফিরিয়ে দিতে হবে।

এদিকে মধ্যরাতে অস্থায়ী এই আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। আর মাদ্রাসার বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করলেও প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকার কারণে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আগুনে কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে বিচারকাজ বন্ধ করে মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর একটি দল।

আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসার ভেতরে মাঠে বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করেছে।

এ বিষয়ে চকবাজার থানার ওসি রেজাউল হোসেন বলেন, পুলিশ আলিয়া মাদ্রাসার ভেতরে অবস্থান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সতর্ক রয়েছে। এর মধ্যেই বাইরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে, সেনাবাহিনী রয়েছে। আদালতের কর্তৃপক্ষ এখানে আসছেন, তারপর সুরাহা বা সিদ্ধান্ত হবে।

এর আগে গতকাল মধ্যরাত সাড়ে ৪টার দিকে অস্থায়ী আদালতে আগুন লাগলে হটলাইনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে আসেন।

লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। রাস্তায় অনেক বাধার সম্মুখীন হয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 

আগুনের সূত্রপাত জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে এখন বলতে পারছি না।


সর্বশেষ সংবাদ