পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি
পিলখানা হত্যাকাণ্ডের মামলার শুনানির দিন ১ ঘন্টার মধ্যে ঘোষণা না করলে শাহবাগ চত্বর ব্লকেড কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, 'যদি ১ ঘন্টার মধ্যে ঘোষণা না আসে তবে বিডিআর পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করেন, বেলা ১টায় শাহবাগ চত্বর ব্লকেড হবে। শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে।'
কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে জমায়েত হওয়ার আহবান জানিয়ে তিনি লেখেন, 'জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে চলে আসুন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ঢাকাবাসীকে বেলা ১টার পর থেকে শাহবাগের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করছি।'
ইতোমধ্যে শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়েছেন দাবি আদায়ে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। সেখান থেকে শাহবাগ অভিমুখে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।