মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একইদিনে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন সিয়াম হোসেন (২১), আব্দুল্লাহ আল বাকি (২০) ও শিপন আলী (১৭)।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে গাংনী উপজেলার আকুবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম ও সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। তারা আকুবপুরে পৌঁছলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (কক্সবাজার জ-০৪ ০০২১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে নিয়ে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় মিরপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুতগতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে, একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শিপন আলী (১৭) নামে আরেক শিক্ষার্থী নিহত হয়েছেন। শিপন গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার খালাতো ভাই খোকন (২৩) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনাকবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয়রা সড়ক সংস্কার ও স্পিডব্রেকার বসানোর দাবি জানিয়েছেন।