স্ত্রীর মর্যাদার দাবিতে শিশুসন্তানসহ প্রেমিকের বাড়িতে অবস্থান
নরসিংদীর শিবপুর উপজেলায় দুই দিনের শিশু সন্তান নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন মাদ্রাসাছাত্রী। বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া কান্দাপাড়া গ্রামে প্রেমিক তানজিলের বাড়িতে অবস্থান করেন ওই ছাত্রী।
এ বিষয়ে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী বলেন, তানজিলের (২২) সাথে আমার দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। প্রথমে আমাকে প্রেমের প্রস্তাব দিলেও পিছু না ছাড়ায় তার প্রস্তাব গ্রহণ করি। সম্পর্কের এক বছর অতিবাহিত হলে তানজিলের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এবং গর্ভবর্তী হয়ে পড়ি। এ তথ্য কাউকে না জানাতে প্রেমিক তানজিল আমাকে হুমকি দেয়। কাউকে এ খবর জানালে আমাকে মেরে ফেলার হুমকিও দেয়। তাই আমার পরিবার ও প্রতিবেশী কাউকে জানায়নি।
তিনি আরও বলেন, গত দুইদিন আগে আমার কন্যা সন্তানের জন্ম হলে আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন সন্তান নিয়ে তানজিলের বাড়িতে চলে এসেছি। কিন্ত তার পরিবারের লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় তানজিলের বাড়ির সামনের রাস্তায় অবস্থান করছি।
এ বিষয়ে অভিযুক্ত তানজিল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি মাদ্রাসাছাত্রীকে চেনে না। আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রতিদিন তাকে মাদরাসায় যেতে দেখতাম। সে এসব অভিযোগ করলেই হবে না, এ ঘটনা সত্য নয়। যদি ঘটনা সত্য হতো তাহলে কেন আমার বাড়িতে জানালো হলো না?
অভিযুক্ত তানজিলের বাবা ইবলু মিয়া বলেন, আমার ছেলে এই মাদ্রাসা শিক্ষার্থীকে চেনে না। যদি প্রমাণ হয় আমার ছেলের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে তাহলে মেনে নেওয়া হবে।