০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য: আজহারী

মা-ছেলের এ মিলন মুহূর্ত ও মিজানুর রহমান আজহারী  © সংগৃহীত

দীর্ঘ ৭ বছরের প্রতীক্ষার পর মাকে কাছে পেয়ে আবেগে ভেঙে পড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানেই অপেক্ষায় ছিলেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরের লাউঞ্জ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দীর্ঘদিনের বিচ্ছেদ শেষে মা-ছেলের এ মিলন মুহূর্ত আবেগে ভাসায় উপস্থিত সকলকে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়া দুজনই কান্নায় ভেঙে পড়েন। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!

প্রসঙ্গত, সাড়ে সাত বছর পর কাছে পেয়ে মা খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান আজ আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন। লন্ডনে মা-ছেলের এ দৃশ্য বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। হয়ত এ নিয়েই কথা বলেছেন আজহারী।

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা করাবেন। তবে তার এবারের বিদেশযাত্রার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানসহ তাদের পরিবারের পুনর্মিলনের দিকে।