মাস্ক পরে গোপনে কেক কাটতে গিয়ে পুলিশের হাতে ধরা ছাত্রলীগ নেতা
মাস্ক পরে গোপনে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছিলেন ছাত্রলীগ নেতা শাহীন আহমদ। তবে সেই আয়োজন বেশি দূর এগোতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পালানোর চেষ্টা করলেও পুলিশের হাতে ধরা পড়েন এই নেতা।
সোমবার (০৬ জানুয়ারি) রাতে আটক হওয়া শাহীন আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসজুড়ে শাহীন এলাকায় দাপট দেখান এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। আন্দোলনের সময় একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, "আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
শাহীনের এমন কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।