সাজেকে পর্যটকবাহী জিপ খাদে: নোবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ PM
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়েছে। এতে ৫ জন শিক্ষার্থীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। তবে তাদের কারও নাম জানা যায়নি।
স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে জিপে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পর্যটনকেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে সাজেক-বাঘাইহাট সড়কের শিজকছড়া এলাকায় পৌঁছালে তাদের জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় জিপটি। এ সময় জিপে থাকা ১২ জন পর্যটকের সবাই কমবেশি আহত হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘সাজেক থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী জিপ উল্টে ১০ থেকে ১২ পর্যটক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’