গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৪ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রতিবাদবার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।
প্রতিবাদবার্তায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 'জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অংশগ্রহণকারী গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। জুলাই অভ্যুত্থানের পর যখন দেশের জনগণ একটি নতুন ও সুষ্ঠু রাজনৈতিক ধারার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মারাত্মক হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
এর আগে, গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসান।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ যেভাবে লেখা হয়েছিল

সবার ঈদ কাটে পরিবারে, আমাদের কাটে দায়িত্বের পাহারায়
