জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়: শফিকুর রহমান
জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশ ভালো হলে, দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হব।'
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, 'বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই। জনগণ এখন শান্তি চায়। জনগণের চাওয়া একটাই, দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাসমুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে পাশে দাঁড়াবে।'
তিনি আরও বলেন, 'স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।'
কারো ওপর জুলুম কামনা না করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পুলিশ আমাদের নেতা-কর্মীদের ওপর ভয়াবহ জুলুম করেছে। কিন্তু ৫ আগস্টের পর আমরা পুলিশকে সহযোগিতার জন্য আমাদের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছিলাম। আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। ক্ষতিগ্রস্ত থানাগুলোতে আমাদের নেতা-কর্মীরা পাহারা দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় আমাদের নেতা-কর্মীরা কাজ করেছেন। বিশেষ করে এবারের পূজা বন্ধ রেখে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছিল। আমি নিজে ধর্মীয় নেতাদের সাথে কথা বলে যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করার ফলে দেশে এবারের শারদীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে, যা বিরল।’
উল্লেখ্য, জেলা জামায়াত আয়োজিত এই সুধী সমাবেশে আলেম ওলামা, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।