০৪ জানুয়ারি ২০২৫, ১১:৫২

নেত্রকোনায় আ. লীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলা, আহত ৮

মদন থানা, নেত্রকোনা  © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় আওয়ামী লীগের একপক্ষের ওপর অপরপক্ষের অতর্কিত হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার মাঘান ইউনিয়নের জয়বাংলা বাজারে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক চেয়ারম্যান কায়কোবাদের নির্দেশে এই  হামলা সংঘটিত হয়েছে। কিছুদিন আগে, আওয়ামী লীগ কর্মী আবুল কাশেম ও জামাল উদ্দিন, জয়বাংলা বাজারে চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যানের ভাই মোহনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে, কাশেম ও জামাল, মোহনকে মারধর করেন। সেই শত্রুতার ফলস্বরূপ এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, এলাকার পরিবেশ শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।