০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩

রাজধানী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ গ্রেপ্তার

রাসেল জমাদ্দার  © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল জমাদ্দারকে তেজগাঁও থানা তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।