০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। পাশাপাশি ১৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বেড়ে আগামী কয়েক দিনে শীতের অনুভূতি কমে আসবে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, শৈত্যপ্রবাহ কমে আসবে কি না বলা যাচ্ছে না, তবে তাপমাত্রা একটু বাড়বে। এতে কয়েক দিন শীতের অনুভূতি কম থাকবে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।