শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজ থেকে চলাচল শুরু
চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ করা হয়েছে। চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ। শুক্রবার (৩ জানুয়ারি) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাণিজ্যিকভাবে যানবাহন চলাচল উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সিডিএ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, 'শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ 'ওয়াসিম আকরামের' নামে নামকরণ করা হয়েছে। উদ্বোধনের পর টোল প্রদানের মাধ্যমে এটি দিয়ে যানবাহন চলাচল করবে। শুরুতে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে চারটি টোলের বুথ থাকবে। ধীরে ধীরে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ১০টি টোল বুথ বসানো হবে।'
উল্লেখ্য, চূড়ান্ত হওয়া টোলের হার অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হবে ৩০ টাকা। কার জাতীয় গাড়িকে দিতে হবে ৮০ টাকা। জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার ১০০ টাকা। পিকআপ থেকে নেওয়া হবে ১৫০ টাকা। মিনিবাস ও ট্রাক (চার চাকা) থেকে ২০০ টাকা করে এবং বাস থেকে ২৮০ টাকা নেওয়া হবে। ট্রাকের (৬ চাকা) জন্য ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য ৪৫০ টাকা।
প্রসঙ্গত, নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে। ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ এক্সপ্রেসওয়ে’ নামে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন।'