ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
দ্বন্দ্বের অবসান ঘটিয়ে একীভূত হয়েছে নূর-রাশেদ ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। শুধু তা-ই নয়, ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ৯ জনকে উচ্চতর পরিষদের সদস্য ও ২৮ জনকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিটিতে উচ্চতর পরিষদের সদস্য হিসেবে রয়েছেন ফারুক হাসান, হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, কবির হোসেন, চৌধুরী আশরাফুল বারী, শিরিন আক্তার শেলী, খালিদ হোসাইন, মো. মাহবুবুর রহমান জনি ও সাকিব হোসাইন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি (দলীয় মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক হাসান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, মো. নাজমুল হুদা, ইমাম উদ্দিন, রাহাত জাহান ও মো. আব্দুল্লাহ।
গণমাধ্যমবিষয়ক সহসম্পাদক সৈয়দ রায়হানুল আলম, পরিকল্পনা ও টেকসই উন্নয়ন বিষয়ক সহসম্পাদক মাহমুদুল ইসলাম বাবু, কর্মসূচি ও টেকসই উন্নয়ন বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার, ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সোহেল মৃধা, সহপ্রচার সম্পাদক ইকবাল হোসাইন সুমন, নারী বিষয়ক সহসম্পাদক নাছরিন আক্তার, কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক সহসম্পাদক শাহাদাত হোসেন, মৎস্য ও প্রাণীবিষয়ক সহসম্পাদক শফিকুল ইসলাম রতন, শিক্ষাবিষয়ক সহসম্পাদক মুহাম্মদ আবদুর রহিম, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সহসম্পাদক মো. খোরশেদ আলম, যুব ও ক্রীড়াবিষয়ক সহসম্পাদক মো. রুবেল হোসাইন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সহসম্পাদক মো. মাহমুদুর রহমান রাসেল দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাসেল হোসাইন, সুলতান সরদার, ম. ওমর ফারুক, মো. কাজী রিপন, সৈয়দ মিজান, হোসাইন নাজমুল, নাসির উদ্দীন খান, আব্দুল আজিজ, মোশাররফ হোসেন, আব্দুজ জলিল স্বপন।
এর আগে গত ৩১ ডিসেম্বর বিভক্ত হওয়া গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার হওয়ার ঘোষণা দিয়েছেন দুই গ্রুপের নেতারা।