সোহেল তাজের নতুন জীবন সঙ্গী কে এই ফিটনেস ট্রেইনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ PM
একটুকরো স্নিগ্ধ রোদ্দুর যেন ছুঁয়ে গেল ফিটনেস সেন্টারের নির্ভার পরিবেশ। হাঁটু গেড়ে ভালোবাসার প্রতীক আংটি হাতে তুলে ধরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, তার চোখে ছিল মমতার গভীরতা। ‘আয়রন গার্লখ্যাত’ শিমুর দিকে তাকিয়ে তার মুখে ভাসল একচিলতে নিঃশব্দ প্রতিশ্রুতি। উপস্থিত সবাই তখন হাততালির শব্দে মুহূর্তটিকে আরো জীবন্ত করে তুললেন। এই আবেগঘন মুহূর্তে, ৫৫ বছর বয়সী সোহেল তাজ ও তার জীবনের নতুন সঙ্গী শিমুর বাগদান যেন ভালোবাসার এক অনন্য গল্প হয়ে উঠল।
রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন ৫৫ বছর বয়সী সোহেল তাজ। কনে শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায়, ইনস্পায়ার ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সোহেল তাজ। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করছেন।
ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তরপর থেকে রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতিই তিনি বেশি মনোযোগী। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এবার তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেলেন ফিটনেস ট্রেইনার শিমুও।