৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২

আ.লীগ আমলের সব হত্যার বিচার দেখতে চায় মানুষ: জামায়াত আমির

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার দেখতে চায় মানুষ। নিজ দেশের মানুষ হত্যাকারী কখনো রাজনৈতিক দল হতে পারে না।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ক্ষমতায় টিকে থাকতে নিজ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মম অত্যাচার করেছে তারা রাজনৈতিক দল হতে পারে না। তারা ফ্যাসিস্ট স্বৈরাচার। তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।’

শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, সত্যের পথে থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। শিক্ষার পরিবেশ ফেরাতে কাজ শুরু করতে হবে। যারা দেশকে ভালোবাসে, তাদেরকে সঙ্গে রেখে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক না হলে জাতি আবার পথ হারাবে।

আরও পড়ুন: সংবিধান বাতিল এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রসমাজ কখনো দুঃশাসন আর দুর্নীতিকে পরোয়া করে না। এ জন্যই দফায় দফায় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে।

জামায়াত আমির বলেন, দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের মাথা ভারতের কাছে বর্গা দিয়ে রেখেছে। আওয়ামী লীগের আমলে দেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার বাংলার মানুষ দেখতে চায়।

শফিকুর রহমান আরও বলেন, সাড়ে ১৫ বছর রাজনীতির প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যারা যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধের পরাজিত শক্তি আজ দেশ থেকে পালিয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তানেরা ‘২৪ এর জুলাই থেকে একটি ন্যায্য ও নাগরিক দাবির জন্য আন্দোলনে নেমেছিল, কিন্তু সেই পুরোনো কায়দায় হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনীকে পাঠিয়ে দিয়ে সরকারি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সে আন্দোলন দমন করতে চেয়েছিল।’

আরও পড়ুন: এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি: সিইসি

শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান প্রমুখ।

১৫ বছর পর আজ উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারাদেশ থেকে আসা সদস্যরা সবাই জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই সম্মেলন থেকে ২০২৫-২৬ মেয়াদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন সারাদেশ থেকে আসা সদস্যরা।