আজ রাজধানীর কোথায় কী?
রাজধানীতে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন প্রতিদিন নানান কর্মসূচি পালন করে থাকে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, তা জেনে নিতে পারেন দিনের শুরুতেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠানটির অংশ হিসাবে দুপুর দেড়টা থেকে ফ্যাসিবাদী জমানায় ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্বারা পরিচালিত নির্যাতন-নিপীড়ন, গুম-খুন-ধর্ষণ, দুর্নীতি ও লুটপাট এবং জুলাই গণহত্যা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হবে।
বিএনপির কর্মসূচি
সন্ধ্যা ৭টায় রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন অসহায় শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিতরণ করবেন
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিন সিলেট মহানগর বিএনপি ও সিলেট জেলা বিএনপি কর্মীসভা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা সিলেট ফুড পার্ক হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
একইদিন লন্ডন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা হবে। ইস্ট লন্ডনের মাইদা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শিবিরের সদস্য সম্মেলন
সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে এ সম্মেলন করছে সংগঠনটি।
গণ অধিকার পরিষদের কর্মসূচি
আজ বেলা সাড়ে ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে উদ্বুদ্ধ পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
থার্টি-ফার্স্ট নাইট নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলন
থার্টি-ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ডিএমপিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বেলা সোয়া ১১টায় ব্রিফ করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এনডিসি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ স্মরণে অগ্নিসেতু (বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত) সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী-মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হবে।