৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২

টাঙ্গাইলে ‘এলেঙ্গা সাহিত্য সংসদ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা, কবিতা আবৃতি ও গান পরিবেশন করা হয়  © টিডিসি

১৯৭১ ও জুলাই ’২৪-এর শহীদদের স্মরণের মধ্য দিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার-খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গায় ‘এলেঙ্গা সাহিত্য সংসদ’-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার বিকলে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা, কবিতা আবৃতি ও গানের মাধ্যম আলোচকরা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি কাশীনাথ মজুমদার পিংকু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাট্যাভিনেতা ও বাংলাদেশ মেইলের মুখ্য সম্পাদক মীর নাসিমুল ইসলাম সেলিম। অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন এলেঙ্গা সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ তোফাজ্জল হোসেন, কবি ও ছড়াকার মামুন তরফদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বুলবুল হাসান।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রেজা, সরকারি শামসুল হক কলেজের সহকারী শিক্ষক  লুৎফর রহমান, নাগরপুর সরকারি কলেজের প্রভাষক ইয়ামিন রহমান,  কালিহাতী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দশশিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মো. মোজাফর আলী, দৈনিক বাংলাদেশ সমাচারের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান মিলন, কবি বুলবুল হাসান, সাংবাদিক মনির হোসেন প্রমুখ।

সংগীত পরিবেশন করেন কালিহাতী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুজিবুর রহমান খন্দকার তপন ও বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র, টাঙ্গাইল।