৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯

অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেন, মাঠপর্যায়ের প্রশাসনই আসল সরকার। অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠপর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগের কারণে তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে বলেও জানান তিনি। কোথাও সংকটের আশঙ্কা থাকলে তা আগে থেকেই উচ্চপর্যায়ে জানাতে হবে। 

প্রধান উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে মাঠ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলার কর্মকর্তাদের প্রতিযোগিতার পরামর্শ দেন ড. ইউনূস।