ফিরে দেখা: নববর্ষের আতশবাজির শব্দে কেঁপে ওঠা শিশু উমায়ের মারা যায় হার্ট অ্যাটাকে
নিষেধাজ্ঞা সত্ত্বেও নববর্ষে আতশবাজির বিকট শব্দে কেঁপে ওঠা শিশু উমায়ের পরের দিন মারা যায় হার্ট অ্যাটাকে। ২০২২ সালের জানুয়ারিতে রাজধানীতে ঘটে এমন এক মর্মান্তিক ঘটনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল সমালোচনা, আতশবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবিও তুলেন কেউ কেউ। এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জানা যায়, জন্মগতভাবেই হৃদ্যন্ত্রে ছিদ্র ছিল চার মাস বয়সী শিশু উমায়েরের। ২০২১ সালের ৩১ ডিসেম্বরে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির প্রচণ্ড শব্দে ক্ষণে ক্ষণে কেঁপে উঠে শিশুটি। পরদিন ১ জানুয়ারি ২০২২ এ শ্বাসকষ্টে ভোগা শিশুটিকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে আসেন বাবা ইউসুফ রায়হান। হাসপাতালে ভর্তির তিন ঘণ্টা পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় ছেলেটি।
সে সময় শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে তুমুল সমালোচনা। নিষিদ্ধের দাবিও তোলেন অনেকেই। শিশুটির মৃত্যুর বিষয়ে বাবা ইউসুফ রায়হান জানিয়েছিলেন, ‘বর্ষবরণের রাতে আতশবাজির বিকট শব্দে ভয়ে ছেলে উমায়ের বারবার কেঁপে উঠছিল। সারা রাত ঘুমাতে পারেনি। মৃত্যুর দিন সকাল থেকে শুরু হয় শ্বাসকষ্ট এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওমায়ের।
তিনি আরও বলেছিলেন, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির প্রচণ্ড শব্দের কারণেই আমার ছেলের এই পরিণতি হলো কি না, সেটা বলতে পারব না। তবে চিকিৎসকেরা বলেছেন, আমার ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে।
আরো পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
এবার থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষ্যে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশি তৎপরতাও বাড়ানো হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটরিং করা হবে বলেও জানান তিনি।