২৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৬

ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে ২য় দিনের মত গণঅনশন

গণঅনশন  © সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম নতুন বছরের ১ জানুয়ারি থেকে পুনরায় চলমান রাখার দাবিতে দ্বিতীয় দিনের মত  গণঅনশন করছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের বিভিন্ন ইউনিটের কর্মী ও পাঠকরা। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা অনশন কর্মসূচি শুরু হয়ে দ্বিতীয় দিনের মত বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল ভবনের সামনে কর্মসূচি পালন করা হয়। 

এসময় বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। অনশন কর্মসূচি পালনকারিরা জানান, বিগত ২৫ বছর ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম চলমান থাকলেও হঠাৎ করে ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্তৃপক্ষ পাঠক এবং কর্মীদের স্বার্থ বিবেচনা না করে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এতে পাঠক ও কর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের আর্থিক সক্ষমতা থাকার পরওে এটি বন্ধ করে দেওয়ার ঘোষণা পাঠক ও কর্মীদের সঙ্গে এক ধরনের প্রতারণা।

অনশনরতদের দাবি, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০৭ কোটি টাকা লাইব্রেরি কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে প্রদান করে। বরাদ্দকৃত অর্থের পঞ্চাশ শতাংশ টাকা ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্তৃপক্ষ লাইব্রেরির উন্নয়নে খরচ না করে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব অ্যাকাউন্টে স্থানান্তর করে। বরাদ্দকৃত টাকা বিশ্বসাহিত্য কেন্দ্র নিজেদের অ্যাকাউন্টে নিয়ে লাইব্রেরির কর্মী ও পাঠকদের অধিকারগুলো ক্ষুণ্ন করেছে। এতে পঞ্চাশ শতাংশ উদ্বৃত্ত টাকা লাইব্রেরির উন্নয়নে ব্যবহার করে পহেলা জানুয়ারি থেকে বর্তমানে নিয়োজিত কর্মীদের মাধ্যমে পাঠকসেবা অব্যাহত রাখতে হবে।

অনশন কর্মসূচি থেকে কর্মীরা সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, জানুয়ারি ২০২৩ সাল থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম চালু থাকলেও গণগ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প (২য় সংশোধিত) পাস হতে কিছু সময় দেরি হওয়ায় জুন ২০২৩ পর্যন্ত কর্মীদের দৈনিক মজুরি ভিত্তিতে বেতন প্রদান করা হয়। পরবর্তীতে প্রকল্প পাস হলেও কর্মীদের জানুয়ারি থেকে নিয়োগ না দেখিয়ে ২০২৩ সালের ১৪ জুন থেকে নিয়োগ কার্যকর দেখায়। গণগ্রন্থাগার অধিদপ্তর এ সময় কর্মীদের বিগত ৬ মাসের বকেয়া ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্তৃপক্ষকে পরিশোধ করলেও ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্তৃপক্ষ বকেয়া বেতন কর্মীদের দিতে অস্বীকৃতি জানায়।

তারা জানান, ওই বকেয়া বেতনের দাবিতে ২০২৪ সালের ১০ নভেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে কর্মীরা দেখা করলে বকেয়া বেতন কর্মীদের নভেম্বর মাসেই পরিশোধের আশ্বাস প্রদান করেন। প্রধান নির্বাহীর এমন আশ্বাসের পর কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে গেলেও ডিসেম্বর পর্যন্ত টাকাগুলো পরিশোধ করেনি ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্তৃপক্ষ।

বকেয়া বেতনসহ ভ্রাম্যমাণ লাইব্রেরিকে জুলাই বিপ্লবের আদলে সাজাতে এবং ভ্রাম্যমাণ লাইব্রেরির কতিপয় কর্তৃপক্ষের অনিয়মের বিষয়ে তদন্তের দাবি নিয়ে চলতি বছরের ৭ ডিসেম্বর পুনরায় ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মীরা প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনা করলে প্রধান নির্বাহী দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মীদের দাবি মেনে না নিয়ে বিপুল সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ ঘোষণা করায় কর্মীরা অনশনের ডাক দেন।

এর আগে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল ভবনের সামনে দিনব্যাপী  গণঅনশন কর্মসূচি পালন করে কর্মীরা।