২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯

৫ আগস্টের পর একটি ইসলামি দল ব্যাংক লুট করছে: রিজভী

রুহুল কবির রিজভী  © সংগৃহীত

আওয়ামীলীগ সরকারের পতনের পর একটি ইসলামি দল ব্যাংক লুট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 'গত ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল।'

রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, 'শেখ হাসিনার আমলে ব্যাংক দখল করা এস আলমের  উত্তরসূরি হয়ে বর্তমানে ব্যাংক দখল করছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া-মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজিসহ নানান কিছু দখলে করেছে একটি দল।'

তিনি আরও বলেন, '৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।'

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াতে ইসলামী শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, 'ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনও পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও মাথানত করেনি।