২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯

প্রাইভেটকার-বাইক সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নেয়ামুল হক নাফিজ  © সংগৃহীত

দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বেড়াতে বেড়িয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। এ ঘটনায় অপর দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে

নিহত নেয়ামুল হক নাফিজ পটুয়াখালীর মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে। সে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহত নাফিজের পারিবার ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় নাফিজের দুই বন্ধু সাফিন ও ফারাবি হাসান ঢাকা থেকে বেড়াতে আসে। পরে নাফিজ তাদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ বেড়াতে যায়। পরে পায়রাকুঞ্জ থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে নাফিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নাফিজ ও তার বন্ধু সাফিন গুরুতর আহত হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত সাফিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ফারাবিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পটুয়াখালী থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একই মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়। এর মধ্যে নাফিজ মারা গেছেন।