সৌদি আরবে ব্যবসায়ী ভিসায় অভিবাসনের সুযোগ
এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস-এর আমন্ত্রণে গত ২৬-২৮ ডিসেম্বর ঢাকা সফর করেছেন সৌদি আরবের বিশিষ্ট অভিবাসন আইনজীবী ড. ওমর বাশুর। সফরকালে তিনি এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস-এর ঢাকাস্থ গুলশান অফিসে সৌদি আরবের বিজনেস রেসিডেন্সি ও প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা নিয়ে পরামর্শ প্রদান করেন। তার এই সফর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে বলে আশা ব্যক্ত করেন এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস।
গত ২৬-২৮ ডিসেম্বর পরামর্শ প্রদান শেষে গতকাল শনিবার (২৯ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের সাথে সাক্ষাৎকালে ড. ওমর বাশুর তার সফরের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সৌদি আরবে ব্যবসায়ী ভিসায় অভিবাসনের সুযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ব্যবসায়িক অভিবাসনের জন্য সৌদি আরব অন্যতম সেরা একটি গন্তব্য। এটি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বেশ কিছু অবিশ্বাস্য সুবিধা প্রদান করে।
তিনি আরও জানান, সৌদি আরব ভিসা-মুক্ত ভ্রমণ, কর্মসংস্থানের নমনীয়তা, রিয়েল এস্টেট মালিকানা, স্পনসরশিপ এবং ব্যবসার সুযোগ দেয়। দেশটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে খুব সুবিধাজনকভাবে অবস্থিত। এটি একটি অবিশ্বাস্য কৌশলগত সুবিধা যা তিনটি মহাদেশের প্রধান বাজারগুলোতে প্রবেশের অনুমতি দেয়।
সৌদি আরবে ব্যবসা প্রসারের সুযোগ সম্পর্কে তিনি বলেন, সৌদি আরবের ভিশন-২০৩০ রয়েছে, যা বৈচিত্র্য ও টেকসইয়ের মূলে থাকা একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দেশটির প্রতিশ্রুতি। এই পরিকল্পনা তেল ও গ্যাস ছাড়া সৌদি আরবের অন্যান্য শিল্পের প্রসার ঘটাবে। ভবিষ্যতের জন্য কিছু মূল বৃদ্ধির ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, পর্যটন এবং বিনোদন এবং আরও অনেক কিছু। এটি এই উপসাগরীয় বাজারকে ব্যবসার জন্য অত্যন্ত উর্বর করে তোলে। কারণ, এটি বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগের সুযোগে ভরপুর।
প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা হল সৌদি আরবের গ্রিন কার্ড। এটি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং দক্ষ ব্যক্তিদের সৌদি আরবে বসবাস, কাজ এবং নিজস্ব ব্যবসা বা সম্পত্তির জন্য আকৃষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি ব্যবসায়িক প্রতিভা এবং দক্ষ পেশাদারদের ব্যবসার সুযোগ, পরিবারের সদস্যদের সাথে স্থায়ী বসবাস, রিয়েল এস্টেট মালিকানা এবং অর্থনৈতিক বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় প্রচারের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের জন্য পুরস্কৃত করে।
সৌদি আরবে ব্যবসায়িক স্থানান্তরে আগ্রহী হওয়ার ব্যাপারে প্রবুদ্ধ করে তিনি জানান, সৌদি আরব ইতোমধ্যেই একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তিশালা। এটির একটি সমৃদ্ধ অর্থনীতি রয়েছে এবং ব্যবসার সুযোগগুলি আগামী বছরগুলোতে আরও বাড়তে চলেছে। এর মানে হল ভোক্তা বাজার বৃদ্ধি পেতে চলেছে, যেমন: কিংডমের অবিশ্বাস্যভাবে উপকারী হওয়ার কারণে আন্তর্জাতিক ব্যবসার সুযোগগুলো রয়েছে। আবার কেউ যদি প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা প্রোগ্রামে এক্সেস পান, তবে তাকে তার পরিবারের সদস্যদের সাথে সৌদি আরবে দীর্ঘমেয়াদে বসবাস করতে দেওয়ার পাশাপাশি নানান সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এটি একটি সুবর্ণ সুযোগ যা সত্যিই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ভবিষ্যৎকে উজ্জ্বল রূপ দিতে এবং আপগ্রেড করতে পারে।
ড. ওমর বাশুর ১২ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে আইন সংস্থার সাথে কাজ করেছেন। তিনি নোভা সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে জুরিস ড. সাউথওয়েস্টার্ণ ল স্কুল থেকে এলএলএম এবং আল ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি এসএএসইএল, জিডব্লিউসি এবং অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি বিশ্ব মেধাসম্পদ সংস্থা এবং সৌদি কর্তৃপক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন।
এর আগে কর্পোরেট একীভূতকরণ, অধিগ্রহণ, গভর্নেন্স এবং আরও অনেক কিছুতে সাফল্য অর্জন করার পরে তিনি বর্তমানে কাজ করছেন সৌদি আরব এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের বিদেশি বিনিয়োগ এবং প্রিমিয়াম রেসিডেন্সির পাশাপাশি কর্পোরেট এবং বাণিজ্যিক বিরোধ, ব্যবসায়িক লেনদেন এবং মেধা সম্পত্তির মামলার বিস্তৃত পরিসরে পরামর্শ দিচ্ছেন।