আবারও বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ
বনানী ক্লাবের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রুবেল আজিজ। ২০২৪-২৫ সালের নির্বাচন বোর্ড প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বনানী ক্লাবে সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাছাইয়ের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রুবেল আজিজ পারটেক্স বেভারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছেন।
ক্লাবের মোট ৪৭৮ জন সদস্য নির্বাচনে ভোট প্রদান করেন। সিফায়াত আহমেদ চৌধুরী সর্বোচ্চ ৪০১ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বাধিক ৮৩ শতাংশ ভোট পেয়েছেন।
দশ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সৈয়দ আহসানুল আপন, অনিক ঘোষ, এস এম শামসুদ্দিন বাহার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ, মো. শরিফ উল্লাহ (নাদিম), মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাদিয়া আজম, সালমা হোসেন ও ফারুক আমজাদ খান।