জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ থেকে সুদ উৎখাত করবে: নায়েবে আমির
- চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ PM
জামায়াতে ইসলামী সরকার গঠন করে ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে সুদ উৎখাত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নায়েবে আমির বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এদেশ থেকে সুদকে উৎখাত করবে। সুদকে উৎখাত করতে পারলে এদেশ উন্নত হবে। সুদি, জুলুমকারী সরকার বাংলাদেশে আসতে দিতে চাই না। বিগত অনেক সরকারই এসেছে কোন সরকারই আল্লাহর আইন মেনে চলে নাই। বরং আল্লাহর আইন ভেঙেছে।’
তিনি বলেন, ‘৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বলেছিলো বৈষম্য দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্যতো দূর হয় না, বরং গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল।’
নায়েবে আমির আরো বলেন, ‘এখন জনগণ বলতে শুরু করেছে এটাকেও দেখেছি, ওটাকেও দেখেছি এবার ইসলামী আইনের শাসন দেখতে চাই। এজন্যে এখন আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমরা ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াতের হাজারো নেতাকর্মীরা।