খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আপাতত সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। আগামী নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে পছন্দমত ভোট দিতে পারলেই তা হবে অন্তর্ভূক্তিমূলক নির্বাচন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে আগের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলেও জানান আর্টনি জেনারেল।
আরও পড়ুন: প্রশাসনে এখনো ফ্যাসিবাদ রয়েছে: মির্জা ফখরুল
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ২০১৮ সালে সাজা দেওয়া হয়। দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি। এর পর কয়েক দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করে মুক্তি দেন তাকে। তিনি এখন বাসাতেই আছেন।
‘অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে ইষ্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।