২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬

সচিবালয়ের আগুন নাশকতা কি না এখনই বলা যাবে না: ফায়ার সার্ভিস

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল  © সংগৃহীত

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, সচিবালয়ের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনই বলা যাচ্ছে না। মাত্র তদন্ত শুরু হয়েছে, এখনই মন্তব্য করা ঠিক হবে না।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয় পরিদর্শন শেষে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা এসেছি, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। তবে এখনো বলার সময় হয়নি।’

এদিন সকালে সচিবালয়ের যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি। পরে সাত নম্বর ভবনে আলামত সংগ্রহ করেন কমিটির সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তদন্ত কাজ।

আরও পড়ুন: সচিবালয়ে আগুন: কোথায় চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কাজ

সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুনের ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার রাতে নতুন করে ৮ সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই সঙ্গে আগের সাত সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়। নতুন কমিটিতে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হয়। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নিদুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। 

আদেশে বলা হয়, কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে।