প্রশাসনে এখনো ফ্যাসিবাদ রয়েছে: মির্জা ফখরুল
প্রশাসন এখনো পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে রয়েছে। কোনো পরিবর্তন হয়নি। এমনকি ছাত্রদের চিকিৎসার ফাইলগুলো পর্যন্ত তারা আটকে রেখেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংস্কার না করে বিএনপি নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয়। নির্বাচন হলো গণতন্ত্রে যাওয়ার একটি দরজা। আমি নিজেও পৌরসভা থেকে নির্বাচনের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। যত বেশি সময় লাগবে, সমস্যাগুলো ততই জটিল হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়ার পক্ষে আমরা নই।
আরও পড়ুন: সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
তিনি উল্লেখ করেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ২০১৬ সালের একটি ডকুমেন্টে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা, এক ব্যক্তি যেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।
এসময় তিনি আরও বলেন, এই ফ্যাসিবাদী আন্দোলনে প্রথম থেকে আমার দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। আমাদের ৭০০ জনেরও বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে।