লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫: রেজিস্ট্রেশন শুরু আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ PM
মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’। প্রতিযোগিতার আয়োজন করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)। আগামী ৪ জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হবে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শেষ হবে বুধবার (১ জানুয়ারি)।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয়বারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার অঞ্চল হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ ও সিলেট। দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ-নবম শ্রেণি ও ‘খ’ ক্যাটাগরিতে অংশ নেবে দশম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।'
এ বিষয়ে ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'প্রথমবার আয়োজিত ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছিল। এরই ধারাবাহিকতায় এই বছর আয়োজিত লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডও উৎসবমুখর হবে বলে আশা করি।
তিনি আরও বলেন, 'ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এই লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাতৃভাষা চর্চা ও অনুশীলনে আরও সচেতন হবে বলে আমার বিশ্বাস। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হবে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথিবদ্ধকরণের কাজে এ প্রতিষ্ঠান নিয়োজিত আছে। আধুনিক, যুগোপযোগী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব অনস্বীকার্য বলে মনে করি।'