ক্যাডার বৈষম্যের অবসান চেয়ে ফেনীতে শিক্ষা ক্যাডারদের মানববন্ধন
জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ফেনীতে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফেনী সরকারি কলেজ গেটের সম্মুখে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ফেনীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার সকল সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন।
এ সময় শিক্ষকরা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব প্রত্যাহার ও ডিএস পদে নিয়োগে ৮০ শতাংশ প্রশাসন ও অন্যান্য ২০ শতাংশ কোটা বাতিলের দাবি জানান।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফেনী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, ‘প্রশাসন, পররাষ্ট্র, অর্থনীতি ও পুলিশ ক্যাডার ব্যতীত অন্যান্যরা মোবাইল ভাতা, টেলিফোন নগদায়ন, আপ্যায়ন, বাবুর্চি ভাতাসহ নানা ভাতা পেয়ে থাকে। অন্যদিকে শিক্ষা থেকে শিক্ষা সচিব ও স্বাস্থ্য থেকে স্বাস্থ্য সচিব হওয়ার কথা কিন্তু তা হয় প্রশাসন ক্যাডার থেকে।’
তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সচিব প্রশাসন থেকে হয়। অথচ সবাই বিভাগীয় একই পরীক্ষা দিয়ে পাশ করে। কিন্তু উপসচিব পদে প্রশাসন থেকে নেয় ৮০ শতাংশ অন্যান্য ২৯ ক্যাডার থেকে নেয় মাত্র ২০ শতাংশ। এ বৈষম্য দূর করাই আমাদের প্রধান দাবি।’
মানববন্ধনে বিসিএস শিক্ষা সমিতির জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম সরকার, ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি বিপ্লব কুমার শীল। এছাড়াও ফেনীতে কর্মরত ৫ টি সরকারি কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।