৫ বছর পর মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন আজহারী
দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরে আবার তাফসিরুল কুরআনের মাহফিলে অংশ নিতে যাচ্ছেন প্রখ্যাত মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন তিনি।
আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।
এদিকে, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দান, পেকুয়া (বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিমে) মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মুফাসসির হিসেবে ড. মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, হাফেজ মুফতী আমীর হামজা, এবং কুষ্টিয়ার মাওলানা সাদিকুর রহমান আজহারী।
মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পোস্টারে উল্লেখিত সব মুফাসসিরই উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।