সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
সেগুনবাগিচায় প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার। তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পায় । দুই মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।
আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, 'এটি (সচিবালয়) একটি কনফাইন্ড, রেস্ট্রিকটেড এরিয়া। সব রুম তালাবদ্ধ ছিল। জানালা লাগানো ছিল। আমরা কাচ ভেঙে পানি দিয়েছি। চেষ্টা করেছি যাতে আগুন না ছড়ায়।'
উল্লেখ্য, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় রয়েছে বলে জানা গেছে।