সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট
বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২৫ ডিসেম্বর) ২ টার দিকে আগুন লাগার পর থেকেই তা নেভাতে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজনকে আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেসযোগে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে।
সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, পর্যায়ক্রমে এখন ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরাও সেখানে পৌঁছেছেন।
সচিবালয়ে উপস্থিত এক এক কর্মী জানান, প্রাথমিকভাবে তারা রিজার্ভড পানি থেকে আগুন নেভানোর কাজ করছেন। এছাড়াও তারা পানির সূত্র খুঁজছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। রাত ১টা ৫২মিনিটে আগুন লেগেছে। শুরুতে ৮টি ইউনিট আগুন নেভানো কাজ করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এখন ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, আগুনে পুরো সচিবালয়, সেগুনবাগিচা ও প্রেসক্লাব এলাকা কালো ধোয়ায় ছেয়ে গেছে।