২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতি ২০ লাখ টাকা 

ভুক্তভোগীর পুকুর  © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে মজিবুর রহমান সবুজের পুকুরে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, আমতলা গ্রামের মজিবুর রহমান সবুজ ৬০ শতক জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছগুলো নিধন করেছে। পুকুরে থাকা পাবদা, শিং ও দেশীয় প্রজাতির প্রায় ৮০ থেকে ১০০ মণ মাছ মারা যায়। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী। 

ভুক্তভোগী মজিবুর রহমান সবুজ বলেন, আমার আয়ের একমাত্র মাধ্যম হলো মাছ চাষ। দুর্বৃত্তরা ভোর রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।

কেন্দুয়া উপজেলা মৎস্য অফিসার আজহারুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। ভুক্তভোগী আমাকে বিষয়টি জানিয়েছে এবং থানায় অভিযোগ দিতে বলেছি। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।