২৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩৩

একযোগে এস আলমের ৮টি কারখানা বন্ধ ঘোষণা

এস আলম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এস আলম গ্রুপের ৮ টি কারখানা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. বোরহান উদ্দিনের স্বাক্ষরে এসব কারখানা বন্ধ নিয়ে নোটিস প্রদান করা হয়।

কারখানাগুলো হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরের এস আলম রিফাইন্ড সুগার ইন্ডান্ডিজ লিমিটেড, এস. আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, একই উপজেলার মইজ্জারটেক এলাকার এস আলম ষ্টীলস্ লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফেকচারিং লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, কালারপোল এলাকার এস আলম কোল্ড রোল্ড ষ্টীলস্  লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড ষ্টীলস্  লিমিটেড (এনওএফ), বাঁশখালী উপজেলার গন্ডামারাস্থ এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্ট্রীপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বন্ধ ঘোষণার নোটিসে বলা হয়েছে, ‘সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষীয় সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত আজ ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারী সেকশন ও জরুরি বিভাগ খোলা থাকবে। এসব কারখানা খোলার তারিখ আগামীতে নোটিসের মাধ্যমে জানানো হবে।’

এসব কারখানার সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত ও ক্যাজুয়েল মিলে এসব কারখানায় ১২ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছেন। আকস্মিক বন্ধ ঘোষণার ফলে সবাই বিপাকে পড়েছেন। 

বন্ধ ঘোষণার নোটিস পেয়ে এসব কারখানার শ্রমিক কর্মচারীরা বিকেলে বিক্ষোভ করেন। এস আলম কোল্ড রোল স্টিলস মিল লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, ‘আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে। নোটিস পেয়ে আমরা হতবাক হয়েছি। অপরদিকে, এস আলম গ্রুপের খাতুনগঞ্জে স্থাপিত প্রধান কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। কাঁচামাল আমদানি করা না গেলে কারখানা চালু রাখার সুযোগ নেই। এ জন্যই এসব কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এস আলম গ্রুপের অধীন মোট ৪০টি প্রতিষ্ঠান রয়েছে। সরকারের পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথম ৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হল। অবশিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও বন্ধের ঝুঁকিতে রয়েছে বলে গ্রুপের বিভিন্ন সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।