কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তা, আটক ৫
কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনায় জরিত ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে আদালতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাদের।
গতকাল সোমবার (২৩) ডিসেম্বর রাতে এবং আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে তাদের।
আটককৃতরা হলো উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মজুমদার বাড়ির আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার (৪৩), একই এলাকার মৃত সুলতান আহম্মেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), কুলিয়ারা ভূঁইয়া বাড়ির মৃত এছাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে, কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর জেলার সদর থানার মইশাদী গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান জানান, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্তার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় এবং ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা না হওয়ায় আটকদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকে পুলিশের টিম অভিযান চালাচ্ছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটান।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার দফতর থেকে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।