২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩
বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত উপদেষ্টা হাসান আরিফ
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে সমাহিত করা হয়।
এসময় তার সন্তান মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে উপদেষ্টা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।