‘নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ দাবীর আন্দোলন যৌক্তিক’
নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের দাবিতে আগামী ২২শে ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত নোয়াখালীবাসী’র আয়োজনে অনুষ্ঠিতব্য ‘মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ’-এ নোয়াখালী জেলার সর্বস্তরের সকল মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী।
শনিবার( ২১শে ডিসেম্বর) ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আয়তন, ইতিহাস, ঐতিহ্য, ট্যাক্স ও রেমিট্যান্সে এগিয়ে থাকা বৃহত্তর নোয়াখালীকে বঞ্চিত করে কুমিল্লাকে বিভাগ করা হলে নোয়াখালীর উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী আজীবন সুবিধাবঞ্চিত থেকে যাবে।
নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ দাবির আন্দোলন- যৌক্তিক আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালী অঞ্চলে রয়েছে হাজার বছরের সুদৃঢ় সংস্কৃতি। তাই সময়ের প্রয়োজনে, বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
এই বিষয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দীর্ঘদিন যাবত নোয়াখালীকে বিভাগের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এখনো পুরানো এই জেলাকে বিভাগ হিসেবে পাইনি। নোয়াখালী জেলার সর্বস্তরের জনগণের মতামত নিয়ে আমরা আগামীকাল সকাল দশটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুক্ষে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করব। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপি জেলা প্রশাসক নিকট হস্তান্তর করবো।