২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৩

‘আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে তিন বন্ধু’

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টার অভিযোগে আটক তিন যুবক।  © সংগৃহীত

আইফোন কিনতেই কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। শুক্রবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওসি আরও জানান, আসলে বিভিন্ন ফ্যান্টাসির কারণে ও আইফোন কিনতে হবে এজন্য টাকা প্রয়োজন বলে তারা সেখানে দস্যুতা করতে যায়। কেরানীগঞ্জের কদমতলীর খালপাড়ে ফুটবল খেলতে গিয়ে পরিচয় হয় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা তিন যুবকের। ডাকাতিতে নেতৃত্ব দেওয়া লিয়ন মোল্লা ওরফে নিরবই এক মাস আগে আরাফাত ও সিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। একাধিকবার রেকি করে হানা দেয় ব্যাংকে। ডাকাতির এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

এ ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে তিন আসামির রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। ডাকাতির সঙ্গে এখন পর্যন্ত ব্যাংকের কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি। 

বৃহস্পতিবার তারা পুলিশকে বলেছিল একজন দুস্থ কিডনি রোগীর জন্য অর্থ সংগ্রহে তারা ব্যাংকে ডাকাতি করতে গিয়েছে। এর সত্যতা পাওয়া গেছে কী না জানতে চাইলে ওসি বলেন, ‘এই তথ্যের সত্যতা এখনো পাওয়া যায়নি। তবে আইফোন কিনতে তাদের টাকার প্রয়োজন ছিল, সেটার সত্যতা পাওয়া গেছে।’

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংকটিতে ঢুকে ম্যানেজারসহ ১৬ জনকে জিম্মি করে ওই তিন কিশোর। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের ভবনসহ পুরো এলাকা ঘিরে ফেলেন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে আত্মসমর্পণ করে তিন ডাকাত।

আত্মসমর্পণকারীরা হলেন মো. লিয়ন মোল্লা ওরফে নিরব (২২), মো. আরাফাত (১৬) ও সিফাত (১৬)। তারা তিনজনই ওই এলাকার বাসিন্দা। এর মধ্যে নিরবের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সে আগে সাভার এলাকায় থাকত। বাকি দুজন কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা।