টিকটক করায় স্ত্রীকে হত্যা করে স্বামীর গলায় ফাঁস, অতপর...
টিকটক করা নিয়ে বরগুনার আমতলীতে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। এ সময় স্বামী ইমন সরদার নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে নির্যাতন শেষে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী ইমন ও তার পরিবার।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটছে।
জানা গেছে, মৃত জুবেয়ারা জান্নাতি (১৭) সুমন রশিদীর মেয়ে। অপরদিকে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া যুবক ইমন সরদার (১৮) আল আমিন সরদারের ছেলে। এক বছর আগে প্রেমের মাধ্যমে ইমন জুবেয়ারা জান্নাতির বিয়ে হয়েছিল।
স্বামী ইমনের সঙ্গে স্ত্রী জুবেয়ারা জান্নাতির টিকটক করা নিয়ে উভয়ে পারিবারিক কলহ সৃষ্ট হয়। স্ত্রী জুবেয়ারা টিকটক করার কারণে মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে দুপুরের পরে তাদের মধ্যে কলহ বাধে। এক পর্যায়ে স্বামী তার মাথার চুল কেটে দেয় এবং ঘরে বসে নির্যাতন চালায়।
এরপর বিকেলে জুবেয়ারা জান্নাতির মরদেহটি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বামী ইমন সরদার। পরে স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর মরদেহ রেখে স্বামী আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর দৌড়ে এসে ঘরের দরজা লাগিয়ে সেও গলায় ফাঁস দেয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ য়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।