২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫০

আধিপত্যের জেরে হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছাত্রদল নেতা মো. রাকিব  © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় ছাত্রদলেরে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাবাকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রদল নেতার নাম মো. রাকিব। তিনি তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। তার বাবার নাম পুতুল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় দলীয় আধিপত্যের জেরে ছাত্রদল নেতা রাকিব আটপাড়া থানাধীন তেলিগাতী বাজারে লোহার রড, দা, রামদা, দিয়ে হত্যার উদ্দেশ্যে উপজেলার শ্রীরামপাশা গ্রামের মখলেছুর রহমানের ছেলে কবির মিয়ার (২৪) ওপর হামলা চালান। হামলায় কবির মিয়া গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় কবির মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে কবির মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহত রাকিব মিয়ার বাবা মোখলেছুর রহমান ১৭ ডিসেম্বর ১১ জনকে আসামি করে আটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

আহত কবিরের বাবা মোখলেছুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমার ছেলের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এখনো হাসপাতালে ভর্তি আছে। আমি হামলাকারী ছাত্রদল নেতার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, মোখলেছুর রহমানের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।