বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলার অভিযোগ
বাগেরহাটের রামপালে খালিদ হাসান নোমান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বড় কাটাখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে খালিদ হাসান নোমান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বড় কাটাখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর আমন্ত্রণে এডাফ কমিটি গঠনের উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। এরপর বিএনপি ও জামায়াতের সমন্বয়ে একটি কমিটির বিষয় আলোচনা চলমান থাকে।
তিনি আরও বলেন, এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ আমাকে কথা বলার সুযোগ করে দেয়। আমি বক্তব্যে উল্লেখ করি যে আওয়ামী লীগের দোসর ও জাতীয় পার্টির কেউ কমিটিতে থাকবে না। শুধু বিএনপি, জামায়াত ও সুশীল সমাজের সমন্বয়ে কমিটি গঠিত হবে। আমার বক্তব্য শেষ না হতেই সোহাগ আকন, শামীমসহ আরও অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন আমাদের ওপর অতর্কিত হামলা চালায় ও টানাহেঁচড়া করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে ও প্রাণনাশের হুমকি দেয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এমন ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।