নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা হবে, জানালেন জুবায়েরপন্থিরা
তাবলীগ জামায়াতের শুরায়ী নেজাম (জুবায়েরপন্থিদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করা হবে। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাদপন্থিদের হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এই হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হবে।
তিনি আরও বলেন, মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার অনুমতি না থাকলেও তারা জোর করে ঢুকে প্রশাসনের আদেশ অমান্য করেছেন। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে মারা গেছেন চারজন।
জুবায়ের পন্থি হাবিবুল্লাহ রায়হান নিহতদের সবাই শুরায়ে নেজামের সদস্য বলে দাবি করেছেন। অপরদিকে, সাদপন্থীরা মৃতদের তাদের অনুসারী বলে দাবি করেছেন। তবে, সরকারিভাবে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।